lunes, 4 de enero de 2016

©Elisabet Cincotta এলিসাবেত সিনকোত্তা

                                                    


VIII
 
Camino
pentagrama incoloro
cada paso
 
 
Luego sepia
el misterio del tiempo

আট

হেটে চলি
বিবর্ণ লাঠি
প্রতিটি পদক্ষেপ

তারপর সেপিয়া মোড
সময়ের রহস্য

 ---------------------------------------------------
IX
 
 
Hablan por el celular
gestos
gritos 
alguien les responde
 
 
caminan pasillos
saludan
nadie les contesta
 
 
a veces se tropiezan con la muerte 
siguen hablando
 
 
afuera llueve 
un niño canta soledades
 
 
ellos esperan hablando
quizás se aturden fingiendo
tal vez son sólo muertos desorientados

নয়

ওরা চলভাষে কথা বলে
হাত-পা নাড়ে
চিৎকার করে
কে যেন ওদের জবাব দেয়

বারান্দা থেকে হেঁটে যায় বারান্দায়
অভিবাদন জানায় পরস্পরকে
কেউই কাউকে জবাব দেয় না

কখনো বা মৃত্যুর সাথে হোঁচট খায়
কথা বলতে বলতে

বাইরে বৃষ্টি পড়ছে
একটা ছোট্ট ছেলে গাইছে একাকিত্বের গান

কথা বলতে বলতে ওরা অপেক্ষা করে
হয়তো স্তব্ধ হয়ে যাওয়ার ভান করে
অথবা
হয়তো ওরা শুধুই দিকভ্রান্ত মৃত

Serie En la espera VII


সিরিজ: অপেক্ষা: আট

2 comentarios: