Artista
plastica
Esta
es mi última serie titulada Paisajes
abstractos .
Bueno
no sé si te parece bien el texto ,la verdad que mucho no me gusta
hablar de lo mio prefiero que lo hagan los espectadores y que mis
obras hablen por mí
Toda
la obra esta hecho con tecnica Mixta
চিত্রশিল্পী
আমার
শেষ সিরিজটার নাম '
বিমূর্ত
প্রকৃতি'।
এই কাজটা কাগজের কাটা টুকরো
দিয়ে করেছি,
কাগজের
টুকরো বেছে নেওয়ার পর কাজটা
শুরু করেছি,
কখনো
হয়তো ব্যাকগ্রাউন্ডে একই
ধরনের বা যেমন তেমন করে কাটা
কাগজের টুকরো মিশিয়ে ব্যবহার
করেছি,
তারপর
গঠনবিন্যাস অনুযায়ী রঙ দিয়েছি,
কোনো
কোনো ক্ষেত্রে রঙ করার জন্য
আঙুল ব্যবহার করেছি,
দূরের
রঙের ঘনত্ব আরও স্পষ্ট করার
জন্য অ্যাক্রিলিক ব্যবহার
করেছি।
যা
বললাম,
তা
তোমার কেমন লাগল জানি না,
আসলে
নিজের কাজ সম্পর্কে বলতে আমি
স্বচ্ছন্দ নই,
বরং
আমার পছন্দ দর্শকদের সামনে
আমার আঁকাগুলো তুলে ধরা। আমার
কাজই আমার কথা বলবে। সব কাজগুলোই
মিশ্র মাধ্যমে করবো।
medidas
de las obras
V
23 X15
V11
x
52x70
v!
23x15
viii
35 x23
কাজগুলোর
ক্রমানুসারিক মাপ:
V
২৩
x
১৫
V
১১
X
৫২
x
৭০
VI
২৩
x
১৫
VIII
৩৫
x
২৩
No hay comentarios:
Publicar un comentario