martes, 18 de octubre de 2016

Jibananda Das জীবনানন্দ দাস



El gato

Toda la jornada me encuentro con un gato:
en la sombra del árbol, en el sol, sobre las hojas marrones;
a veces después del éxito de comer unos huesos del pescado
pues, en la calavera de suelo blanco
Veo que se absorbe con su corazón como una abeja;
Aun rasguña el árbol de flor, sigue el sol toda la jornada.
Se ve a veces,
Se pierde de nuevo.
Por la tarde del otoño, lo veo jugar tocando el suave cuerpo
del sol amarillo por su pata blanca;
Pues coge el oscuro por su pata como las pequeñas pelotas,
espacie en toda parte del mundo.


 
বেড়াল

সারাদিন একটা বেড়ালের সঙ্গে ঘুরে ফিরে কেবলই আমার দেখা হয়:
গাছের ছায়ায়, রোদের ভিতরে, বাদামী পাতার ভিড়ে;
কোথাও কয়েক টুকরো মাছের কাঁটার সফলতার পর
তারপর শাদা মাটির কঙ্কালের ভিতর
নিজের হৃদয়কে নিয়ে মৌমাছির মতো নিমগ্ন হয়ে আছে দেখি;
কিন্তু তবুও তারপর কৃষ্ণচূড়ার গায়ে নখ আঁচড়াচ্ছে,
সারাদিন সূর্যের পিছনে পিছনে চলছে সে।
একবার তাকে দেখা যায়,
একবার হারিয়ে যায় কোথায়।
হেমন্তের সন্ধ্যায় জাফরান-রঙের সূর্যের নরম শরীরে
শাদা থাবা বুলিয়ে বুলিয়ে খেলা করতে দেখলাম তাঁকে;
তারপর অন্ধকারকে ছোট ছোট বলের মতো থাবা দিয়ে লুফে আনল সে,
সমস্ত পৃথিবীর ভিতর ছড়িয়ে দিল।

No hay comentarios:

Publicar un comentario