domingo, 18 de diciembre de 2016

Mónica Lebedinsky-মনিকা লেবেদিন্সকি

          
 
Artista plastica 
Esta es mi última serie titulada Paisajes abstractos .                            

En este caso mi trabajo es temático a partir de recortes de papel que voy seleccionando y armando la composición ,a veces los fondos son mixtos con papeles cortados regularmente o irregularmente para luego continuar con la pintura según la textura que quiero darle en algunos casos se acompaña de algo táctil o el acrílico utilizado en distintas densidades .

Bueno no sé si te parece bien el texto ,la verdad que mucho no me gusta hablar de lo mio prefiero que lo hagan los espectadores y que mis obras hablen por mí

Toda la obra esta hecho con tecnica Mixta 






চিত্রশিল্পী

আমার শেষ সিরিজটার নাম ' বিমূর্ত প্রকৃতি'। এই কাজটা কাগজের কাটা টুকরো দিয়ে করেছি, কাগজের টুকরো বেছে নেওয়ার পর কাজটা শুরু করেছি, কখনো হয়তো ব্যাকগ্রাউন্ডে একই ধরনের বা যেমন তেমন করে কাটা কাগজের টুকরো মিশিয়ে ব্যবহার করেছি, তারপর গঠনবিন্যাস অনুযায়ী রঙ দিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে রঙ করার জন্য আঙুল ব্যবহার করেছি, দূরের রঙের ঘনত্ব আরও স্পষ্ট করার জন্য অ্যাক্রিলিক ব্যবহার করেছি।

যা বললাম, তা তোমার কেমন লাগল জানি না, আসলে নিজের কাজ সম্পর্কে বলতে আমি স্বচ্ছন্দ নই, বরং আমার পছন্দ দর্শকদের সামনে আমার আঁকাগুলো তুলে ধরা। আমার কাজই আমার কথা বলবে। সব কাজগুলোই মিশ্র মাধ্যমে করবো।



medidas de las obras 


V 23 X15
V11
x 52x70
v! 23x15
viii 35 x23




















কাজগুলোর ক্রমানুসারিক মাপ:
V ২৩ x ১৫
V ১১
X ৫২ x ৭০
VI ২৩ x ১৫
VIII ৩৫ x ২৩

No hay comentarios:

Publicar un comentario