martes, 6 de diciembre de 2016

Oscar Vicente Conde ©ওস্কার ভিসেন্তে কোন্দে



Así sea





Los árboles


se desnudan precozmente




un reloj se refleja en un espejo


para repetir las mismas horas


tardías





algunos ojos retozan


dentro de las tinieblas noctámbulas


sin avizorar a los duendes negros





la luz no se decide entre el gris


y el blanco


como un ciego precoz





un viento acomplejado


grita su escasa furia cerca del río


donde flotan féretros disponibles





las voces de las vírgenes


ahuyentan a los escasos hombres impúdicos





algo oscuro y cercano


hace temblar las carnes




en la palidez de la noche



 



এমনও হতে পারে





গাছেরা


সময়ের আগেই খুলে রাখে বল্কল





একটা হাতঘড়ি নিজেকে আয়নায় দেখে


আবার বিলম্বিত প্রহরে ফিরে আসবে


বলে





এমনও হতে পারে


কিছু চোখ লাফিয়ে বেড়ায়


নিশাচর পেঁচাদের মাঝে


অন্ধকারের পরীদের না দেখেই





সাদা নাকি ধূসরে যাবে


প্রথম অন্ধের মতো


সিদ্ধান্ত নিতে পারে না আলো




দুরূহ এক ঝড়


রাগে চিৎকার করে ওঠে এক নদীর পাড়ে


যেখানে ভেসে যায় সহজলভ্য কফিন




কুমারীদের কন্ঠস্বর


ছুঁড়ে ফেলে কিছু নির্লজ্জ পুরুষকে





কিছু অন্ধকার কাছেই কোথাও


মাংসের টুকরোগুলোকে নাড়ায়




রাতের ম্লানতায়





No hay comentarios:

Publicar un comentario