lunes, 4 de enero de 2016

Augusto Acosta Rada আগস্তো আকোস্তা রাদা


El arte invita, mueve, cataliza y genera dinámicas. Se hace interesante transformar materiales de uso industrial, algo así como crear y materializar utopías.... Desde la idea que va tomando cuerpo hasta que se convierte en poesía, luego poco a poco los dibujos  se hacen maquetos para interpretar la escala hasta lograr una estrategia, que contiene ritmos y trabajo de taller. Integración de equipo, colaboradores……  Hasta que la pieza respira y empieza a vibrar.... Alquimia.... proceso de hacer arte, todo un cuento de energía, de encuentros y logros.... como este pez, "memoria" o "gran pez" y lo muy importante es que ya existe! ... se comunica y expresa, ahí radica esa magia que desde siempre existe: "El Arte". (Exposición octubre 2015  Parque Costazul, Isla Margarita fotografía de Daniel Ramírez, Sol de Margarita).






... Desde todos los tiempos, "el pez", forma marina, voluptuosa y dinámico volumen, exquisito ser, ha sido tema y clave en el arte. Realizado por artistas de todas las geografías, épocas y con los más diversos materiales en múltiples formatos se convirtió en legado e imagen, símbolo y señal de la historia.


 










 
















 
2015 un año de logros y retos!. interesante transformar materiales de uso industrial, algo así como crear y materializar utopías .... desde la idea que toma cuerpo hasta que se convierte en poesía, luego poco a poco los dibujos entonces se hacen maqueta para interpretar la escala, una estrategia, que contiene ritmos y trabajo de taller. Integración de equipo. Hasta que la pieza respira y empieza a vibrar .... alquimia.... proceso de hacer arte, todo un cuento de energía, de encuentros y logros. 2015 ha sido generoso!


 












crear y caracterizar volúmenes para una iconografía posible, que vincule identidad y patrimonio, Vivir frente al mar de Margarita es un gran alimento para el arte. Las ciudades con urgencia requieren y necesitan conciliar sus espacios urbanos.

Madre pescadora, hombres del mar, Olas de amor ..... Hombres de la tierra


Olas de amor ... julio 2015




 
















 




















 



el arte se cuela por una y mil rendijas o de la mano de amigos solidarios, emprendedores y constructores que se encantan y dan rienda suelta a la necesidad de crear. Este año tambien se logro trasladar y reubicar la natividad 2000 que desde hace 15 años permaneció en una de las plazas viales de mayor relevancia de la isla. Y ahora en diciembre siguiendo la tradición venezolana de "la postura del niño Jesús" se culmina con éxito este renacimiento 2015
 







 Ahora 2016 se viene con mucha energía para consolidar y abrir la escuela taller de arte urbano de Bella Vista. Ciudad de Porlamar. Isla Margarita. Una buena forma de ampliar los espacios para trabajar y compartir
2016 con seguridad dará rienda suelta a nuevas obras y piezas. Desde ya trabajando en una serie de "amor caballo" altos y bajos relieves en madera. Blanco sobre blanco. Porque el arte es esto, amor y ternura .....

 























 Escultor
 
শিল্প আমাদের আহ্বান জানায়, নাড়িয়ে দেয়, বৈচিত্রকে চালনা করে এবং তার অনুঘটকের কাজ করে। কোনো মেটিরিয়ালকে শিল্পে রূপান্তরিত করাটা দারুণ আকর্ষণীয়, যেমন এইভাবেই ইউটোপিয়া সৃষ্টি ও তাকে বাস্তবায়িত করা...ধারণা থেকেই জন্ম নেয় শরীর যতক্ষণ তা রূপান্তরিত হয় কবিতায়, তারপর ধীরে ধীরে আঁকা রেখাগুলো পূর্ণাঙ্গ চেহারা পায়
একটা নিদিষ্ট প্রকরণের মানদন্ডে পৌঁছানোর জন্য, যার মধ্যে থাকে ছন্দ এবং মহড়া। একটা দলকে ও সহযোগীদের এক সুতোয় গাঁথা...যতক্ষণ না একটা নাটক শ্বাস-প্রশ্বাস নিচ্ছে... অ্যালকেমি... শিল্প সৃষ্টির পদ্ধতি, পুরোটাই এক প্রবল এনার্জি, আদান-প্রদান আর কীর্তি অর্জনের গল্প... যেমন এই মাছটা, 'স্মৃতি' বা 'বড় মাছ' এবং ভীষণ গুরুত্বপূর্ণ হলো, এর অস্তিত্বও আছে!... যে কথা বলে এবং নিজের কথাও বলে, সেখানে ঐ জাদুটাই জানিয়ে দেয় তার অস্তিত্বের কথা: 'শিল্প'( ২০১৫ অক্টোবরের পার্কে কোস্তাসুলে দানিয়েল রামিরেসের ইসলা মার্গারিতা, সোল দে মার্গারিতার আলোকচিত্র প্রদর্শনীতে )



২০১৫ সাফল্য ও চ্যালেঞ্জের বছর! ব্যবসায়িকভাবে লেখা অনুবাদ হতে দেখা আশাব্যঞ্জক, এভাবেই সৃষ্টি হয় ইউটোপিয়া... এই ধারণা থেকে খড়-মাটির আঙ্গিক নিয়ে বসেছিলাম কবিতায় রূপান্তর ঘটাবো বলে, ধীরে ধীরে আঁকা ছবিগুলো মডেল হয়ে উঠল স্কেলটাকে ধরার জন্য ধীরে ধীরে আঁকা ছবিগুলো মডেল হয়ে উঠল, এটাই ছিল আমার কারুকৌশল, যেখানে ছন্দ ও পরিশ্রম থাকে পাশাপাশি। টিম-ওয়ার্কে বিভিন্ন উপাদানের একীভূতকরণ। যতক্ষণ না মডেলটা শ্বাসপ্রশ্বাস নেয়...আলকেমি...শিল্প নির্মাণের পদ্ধতি, পুরোটাই এনার্জি, আবিষ্কার ও সাফল্যের গল্প। ২০১৫ এক দুর্দান্ত বছর!



মাছটা সবসময়ই সমুদ্রে সঞ্চরমান, ইন্দ্রিয়সুখবর্ধক, সুতীব্র হবে- এটাই ছিল শিল্পকর্মটির থিম। সব দেশের সব কালের শিল্পীদের হাতে বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্নভাবে নির্মিত ঐ শিল্পকর্মটি হয়ে উঠল ইতিহাসের উত্তরাধিকার, প্রতিমূর্তি, প্রতীক ও সংকেত।

মূর্র্তিশিল্পের জন্য অসংখ্য শিল্পকর্ম নির্মাণ ও প্রাণপ্রতিষ্ঠা করা, যাদের থাকবে নিজস্ব পরিচয় ও ঐতিহ্য, মার্গারিতা সাগরের সামনে বাস করলে শিল্পকর্মের অনেক উপাদান মেলে। সংকটাপন্ন শহরগুলোয় খোলামেলা জায়গার পরিমাণের সামঞ্জস্য রাখা প্রয়োজন।

মেছুনী মা, সাগরের মানুষেরা, ভালোবাসার তরঙ্গ... ধরণীর মানুষেরা



ভালোবাসার তরঙ্গ... জুলাই ২০১৫



শিল্পের হাজার ফাটল ঢেকে দেয় বন্ধুদের সংহতি, উদ্যোক্তা ও নির্মাতা যারা শিল্পের কদর করেন এবং নির্মাণকর্মে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই বছরও ২০০০ নতুন মূর্তি নির্মিত হয়েছে যা গত ১৫ বছর ধরে আমাদের দেশের প্রধান শহরগুলির প্লাজার মোড়গুলোতে বসানো হচ্ছে। এই ডিসেম্বরে ভেনেসুয়েলান স্টাইলে তৈরি হচ্ছে 'শিশু যীশুর অঙ্গবিন্যাস', ২০১৫য় শিল্পকর্ম রেনোভেশানের অন্যতম সফল দৃষ্টান্ত এই কাজটি।

২০১৬য় নতুন উদ্যমে, নতুন শক্তি নিয়ে মার্গারিতা দ্বীপে পোরলামার শহরে বেইয়া ভিস্তার আর্ট স্কুল খুলবে। কাজের ও চিন্তা বিনিময় ছড়িয়ে দেওয়ার একটা ভালো মাধ্যম।

২০১৬ নিশ্চিতভাবেই নতুন কাজ ও মূর্তিনির্মাণে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। 'ঘোড়ার প্রেম' সিরিজ নিয়ে কাজ করছি কাঠের ছোট-বড় টুকরো নিয়ে, সাদার ওপর সাদা রেখে। কেননা এটাই শিল্প, ভালোবাসা ও আবেগ...

ভাস্কর
            

No hay comentarios:

Publicar un comentario