domingo, 3 de enero de 2016

Diego Arandojo দিয়েগো আরানদোহো



BREVE HISTORIA DE “LAFARIUM”

Lafarium Cuartiquis nació en el año 1997, en la Ciudad de Buenos Aires, República Argentina.


En aquel entonces junto a Maximiliano Ramos, periodista y escritor, queríamos producir un nuevo espacio dentro del mundo de los “fanzines”: una publicación que versara sobre la cultura gótica, tanto en la literatura como en las artes gráficas, la historieta o la ilustración.

De esta forma publicamos cuatro ediciones, entre los años 1997 y 1999, entre ellas una adaptación a historieta del célebre “Apocalipsis” de la Santa Biblia.

El fanzine tenía una estética única, en el sentido de que pretendía utilizar el blanco como si fuera negro. Era una filosofía de diseño y también de selección de trabajos.

El propio término Lafarium Cuartiquis significaba “habitación sin tiempo ni espacio, protegida por Jonos”. Ésta era la deidad elocuente; un ser amorfo, antiquísimo, que gobernaba tanto el afuera y el adentro del Lafarium.

A partir del año 2001, Lafarium dejó el papel y se trasladó hacia el territorio digital como “webzine”. Con formato horizontal (algo fuera de lo común para las publicaciones literarias de aquel momento) se editaron más de 20 ediciones. Este ciclo finalizó hacia el año 2004.

En el año 2006, gracias al impulso de Gladys Cepeda y Diego Ollero, se realizó un número monográfico en papel dedicado a “Las Sociedades Secretas”.

Sin embargo, no fue hasta el año 2011 cuando, gracias a Fernando Piciana de UnH Ediciones, Lafarium Cuartiquis retomó la vida a través de los bellos Codex, números monográficos. Seis en total, más cinco adendum y dos ediciones especiales.

A partir de septiembre de 2014, Lafarium comenzó una nueva etapa, recuperando el formato e espíritu de sus orígenes, y trabajando bajo el lema “La mirada invisible del arte”.

En esta nueva etapa la revista sumó también una sección audiovisual: documentales en formato de crónica, sobre distintos artistas plásticos y dibujantes de historietas.

En 2015 editamos en papel un libro recopilatorio de ensayos esotéricos, literatura y cómic, titulado “Lafarium” y editado por el sello Oráculo Ediciones.

Actualmente Lafarium es una publicación mensual, que alterna contenidos literarios y artísticos de diversa índole, con entrevistas en video e investigaciones variadas.

La meta es generar un nuevo tipo de contenidos, más próximos al transmedia, ampliando el horizonte y experiencia del lector.

editor- 

'লাফারিউম' এর সংক্ষিপ্ত ইতিহাস


লাফারিউম চারতিকিসের জন্ম ১৯৯৭এ, রেপুবলিকা আর্হেন্তিনার রাজধানী বুয়েনোস

আইরেসে। সেই সময় সাংবাদিক-লেখক মাক্সিমিলিয়ানো রামোসের সাথে আমরা 'ফানসিনেস' নামের একটা নতুন জায়গা তৈরি করতে চাইছিলাম। ফানসিনেস হলো এক পত্রিকা যে গথিক সংস্কৃতি নিয়ে সাহিত্য, গ্রাফিক আর্ট, কার্টুন বা ইলাস্ট্রেশান প্রকাশ করবে। এইভাবেই ১৯৯৭ থেকে ১৯৯৯ এর মধ্যে আমরা চারটে সংখ্যা প্রকাশ করলাম, যার মধ্যে একটা সংখ্যায় বেরিয়েছিল সান্তা বিবলিয়ার বিখ্যাত 'আপোকালিপসিস' এর কার্টুন অ্যাডাপটেশান। ফানসিনেস একটা নিজস্বতা ছিল, সবকিছুতে সাদা রঙের ব্যবহার করা হতো যেন নিজের কালোকে ঢাকতে চায়। এটাই ছিল ফানসিনেসের প্রচ্ছদ সৃষ্টির মতবাদ আর অলঙ্করণেও এই ধরনের কাজ বেছে নেওয়া হতো। লাফারিউম চারতিকিসের নিজস্ব অর্থ: জোনোসের হাতে সুরক্ষিত স্থানকালহীন শোবার ঘর। সে এক নিরাকার, প্রাচীন বাক্যবাগীশ দেবতা যিনি লাফারিউমের ভিতরে বাইরে সবসময় নজর রাখতেন। ২০০১ সাল থেকে লাফারিউম মুদ্রিত পত্রিকার বর্ম ছেড়ে ওয়েবজিনে রূপান্তরিত হলো। এই দিগন্তব্যাপী ফর্ম্যাটে ( ঐ সময় সাহিত্য পত্রিকা ওয়েবজিন ছিল অভাবনীয়।) ২০০৪এ বন্ধ হয়ে যাবার আগে পর্যন্ত ২০টা সংখ্যা প্রকাশ করলো। ২০০৬এ দুই কবি গ্লাদিস সেপেদা ও দিয়েগো ওয়েইরোর উদ্যোগে 'অদেখা সমাজ' এর প্রতি শ্রদ্ধা জানিয়ে মুদ্রিত আকারে প্রবন্ধ নিয়ে প্রকাশিত হলো লাফারিউম। ২০১১ পর্যন্ত আর কোনো সংখ্যা প্রকাশিত হলো না। ঐ বছরই 'উনএইচ এদিসিওনেস'র ফেরনান্দো পিসিয়ানার উদ্যোগে ছটি প্রবন্ধ সংখ্যা 'কোদেক্স' নিয়ে লাফারিউমের পুনর্জন্ম হলো। প্রকাশিত হয়েছিল আরো পাঁচটি সংখ্যা, যার মধ্যে দুটো বিশেষ সংখ্যা।২০১৪র সেপ্টেম্বর থেকে লাফারিউম নতুনভাবে পথ চলা শুরু করলো, ফিরিয়ে আনলো তার পুরোনো ফর্মাট আর মেজাজ, 'শিল্পের অদৃশ্য দৃষ্টি' বিষয়ে কাজ করতে লাগল। এইবারে পত্রিকায় জুড়ে গেল 'অডিও-ভিস্যুয়াল' বিভাগও: ক্রনিকালের বিন্যাশে রাখা হলো বিভিন্ন চিত্রশিল্পী ও কার্টুনিস্টদের নিয়ে তথ্যচিত্র। ২০১৫য় ওরাকুলো এদিসিওনেস প্রকাশনী থেকে আমরা 'লাফারিউম' নামে প্রকাশ করলাম রহস্যমূলক প্রবন্ধ, সাহিত্য ও রম্যরচনার এক সংকলিত বই। বর্তমানে লাফারিউম মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় যেখানে বিভিন্ন ধরনের শিল্পকলা ও সাহিত্য সম্পর্কিত লেখা থাকে, সাথে থাকে ভিডিওয় সাক্ষাৎকার এবং শিল্প ও সাহিত্যের নানান খবর। আমাদের লক্ষ্য, নতুন ধরনের লেখার জন্ম দেওয়া, অদূর ভবিষ্যতে ট্রান্সমিডিয়া মারফত দিগন্ত আর পাঠকের অভিজ্ঞতা আরো সম্প্রসারিত করা।

  সম্পাদক

No hay comentarios:

Publicar un comentario