domingo, 3 de enero de 2016

Daniel Dominguez দানিয়েল দোমিঙ্গেস


 Sobre mi obra:


 Si bien he probado muchas técnicas de modelado y de tallado he optado por la soldadura ya que el material de descarte tiene un atractivo particular para mi, si bien tengo gran preferencia por artistas clásicos mis mayores influencias fueron Berni y su serie de monstruos, a demás de mi maestro Tito Ingenieri que me dio las herramientas y conocimientos que estoy utilizando en la actualidad, pero con una diferencia a el resto de los grande que también trabajan la soldadura es que no me gusta modificar el material que integro en las escultura, me gusta que se vea claramente el origen de cada una de estas piezas, a demás no me gusta tan poco comprar el material, a la hora de iniciar un trabajo doy largas caminata en las que el material se aparece ante mi o simplemente amigos se acercan a traerme pequeños objeto que sueldo y le muestro donde están para que vean como colaboraron en la creación de está.
ahora voy a espesar a integrar vidrio y estoy preparando una muestra completa de mitos y leyendas pre colombinos que espero terminarla pronto.
Escultor Argentino 

                                                      

যদিও মূর্তি এবং খোদাইকর্মে ঢালাই ছাঁচে বিভিন্ন কলাকৌশল পরীক্ষানিরীক্ষা করেছি, যেহেতু ফেলে দেওয়া জিনিসপত্রই আমার কাছে বিশেষ আকর্ষণের বিষয়বস্তু, যদিও ধ্রুপদী শিল্পীদের আমাকে বেশি টানে, আমায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন বের্ণি এবং তাঁর দানব-সিরিজ, এছাড়াও আমার শিক্ষক তিতো ইনহেনিয়েরি আমাকে দিয়ে গেছেন সমস্ত সরঞ্জাম ও জ্ঞান, এই মুহূর্তে আমি সে সবই ব্যবহার করছি, কিন্তু বিখ্যাত ভাস্কররা যেভাবে ঢালাইয়ের কাজ করে গেছেন তার থেকে একেবারে আলাদা আঙ্গিকে, ভাস্কর্যে যে জিনিসপত্রকে আমি একীভূত করি, তাদের ছাঁদ পরিবর্তন করাটা আমার পছন্দ নয়। প্রতিটি অংশকে তার অরিজিনালের মতো দেখাবে-- এটাই বরাবর চেয়েছি, তাছাড়া ঐ সামান্য জিনিস কেনাটাও আমার পছন্দ নয়। কোনো কাজের শুরুর দিকে লম্বা ভ্রমণে বেরোই যাতে তুচ্ছ জিনিসপত্র আমার চোখে পড়ে বা আমার সাথে থাকা বন্ধুরা ঐ জিনিসগুলোর দিকে আমার দৃষ্টি আকর্ষণ করায়, ওদের বেতন দিই এবং ওদের দেখিয়ে দিই এই সৃষ্টিকর্মের সহযোগী হিসেবে ওরা কতটা গুরুত্বপূর্ণ।

এখন জানলার কাঁচকে একটা রূপ দেবো আর প্রাক-কলম্বিয়ান পৌরাণিক কথা ও রূপকথার ওপর একটা সম্পূর্ণ মডেল তৈরি করছি, আশা করছি খুব তাড়াতাড়ি এটা তৈরি করে ফেলতে পারব।
 

আগস্তো ভাস্কর



No hay comentarios:

Publicar un comentario